বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

চীন হবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি!!

চীন হবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি!!

চীন হবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি 
চীনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন আমেরিকার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা জেনারেল জোসেফ ডানফোর্ড। সিনেটের আর্মড সার্ভিস কমিটির শুনানিতে তিনি বলেন, ‘আমার মনে হয়, ২০২৫ সালের মধ্যে চীন আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে।’ খবর সিএনএনের। পুনরায় চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফের দায়িত্ব পাওয়ার পর তিনি মঙ্গলবার সিনেট কমিটিতে বক্তব্য দেন। এ সময় তিনি বিশ্বের সামরিক শক্তিবিন্যাস, বন্ধুত্বের মেরুকরণ প্রভৃতি বিষয় তুলে ধরেন। হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্রেট দলীয় সিনেটর মেজি হিরোনোর এক প্রশ্নের উত্তরে ডানফোর্ড বলেন, ‘পরমাণু ও মিসাইল কর্মসূচি চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়া আজ সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামরিক সক্ষমতার কারণে রাশিয়াও বড় হুমকি। কিন্তু আগামী এক দশকের মধ্যে চীনই হবে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি।’ সিনেট কমিটির আগের শুনানিতে ডেমোক্রেট দলীয় সিনেটর মেজি হিরোনো রাশিয়া ও উত্তর কোরিয়াকে বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন। তার ওই কথার সূত্র ধরেই জেনারেল ডানফোর্ড চীনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘যদি আমি ২০২৫ সালের দিকে তাকাই, যদি জনসংখ্যা ও অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করি, তাহলে সম্ভবত ওই সময়ে চীনই হবে আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি।’

শুনানিতে ডানফোর্ড চীনের সামরিক শক্তিবৃদ্ধি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র জোটকে দুর্বল করে দিতে বেজিংয়ের কৌশলের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ভবিষ্যতের কথা চিন্তা করে চীনের নেতারা সামরিক ব্যয় বৃদ্ধি করছেন। তারা মার্কিন সমারিক শক্তিকে লক্ষ্য করে নিজেদের সামরিক শক্তি আধুনিকীকরণে মনোযোগী। এছাড়া প্রশান্ত মহাসগারীয় অঞ্চলে আমাদের মিত্রদের বাগে নেয়ার চেষ্টাও করছে চীন।’ ডানফোর্ড আরও বলেন, ‘আমারা সামরিক সক্ষমতার মাপকাঠিতে রাশিয়া ও চীনকে বিবেচনায় নিয়ে থাকি। ওই দুটি দেশই অব্যাহত ভাবে সামরিক শক্তির অধুনিকীকরণ ঘটিয়ে চলেছে। এ অবস্থায় আমাদের সামরিক ব্যয় আরও বাড়ানো দরকার।’

বুধবার, ৮ মার্চ, ২০১৭

নিষিদ্ধ ঘোষিত ব্যাটারী চালিত অটো-রিক্সা ঢাকা নগরীতে অবৈধভাবে চালনা ব্যবসা রমরমা !!  রহস্যজনক মুখোস ফাঁস !! জড়িত কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের নেতা মোঃ সোহরাব এবং লালবাগ থানা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ বিল্লাল হোসেন দের মুখোস উম্মোচন !!

নিষিদ্ধ ঘোষিত ব্যাটারী চালিত অটো-রিক্সা ঢাকা নগরীতে অবৈধভাবে চালনা ব্যবসা রমরমা !! রহস্যজনক মুখোস ফাঁস !! জড়িত কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের নেতা মোঃ সোহরাব এবং লালবাগ থানা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ বিল্লাল হোসেন দের মুখোস উম্মোচন !!


রমরমা ব্যবসা!! নিষিদ্ধ ঘোষিত ব্যাটারী চালিত অটো-রিক্সা ঢাকা নগরীতে অবৈধভাবে চালনা ব্যবসা করছে অসাধুরা !!  রহস্যজনক মুখোস ফাঁস !! জড়িত কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের নেতা মোঃ সোহরাব এবং লালবাগ থানা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ বিল্লাল হোসেন দের মুখোস উম্মোচন !!

তথা কথিত কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের নেতা মোঃ সোহরাব এবং লালবাগ থানা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ বিল্লাল হোসেন আসলে কারা ? তারা নামধারী ছাত্র ক্যাডার নাসির উদ্দিন আহমেদ পিন্ট এর একান্ত সহযোগী এবং অন্যতম সক্রিয় ও নামধারী ক্যাডার ছিল। তাদের রহস্যজনক মুখোস ফাসঁ হয়ে গেল। তথা কথিত মোঃ সোহরাব এবং মোঃ বিল্লাল হোসেন ছাত্রদলের সক্রিয় ছাত্রনেতা হিসাবে বিএনপি দলের পক্ষ হয়ে সক্রিয় ক্যাডার হিসাবে দলের একান্ত একটিভ লেডার হিসাবে বিএনপি দলীয় কর্মকান্ড করিত। এখন তারা বর্তমান সরকার দলীয় আওয়ামীলীগ দলের খাস লোক হিসাবে নিজেদের পরিচয় দিয়ে সুবিধা ভোগ করিতেছে। এটাই তাদের প্রকৃত চরিত্র। বর্তমানে তারা নিজেদেরকে বর্তমান সরকারের আওয়ামীলীগের সক্রিয় সদস্য বলে পরিচয় দিয়ে দলের সুবিধা ভোগ করছে এবং তারা পুরাদমে রাজত্ব কায়েম করে চলছে। তারা সরকার দলের নাম বিক্রি করে দলের নাম ভাংগিয়ে অবৈধ ভাবে সুবিধা ভোগ করে চলছে। লালবাগ থানা ছাত্রদলের নেতা মোঃ বেল্লাল হোসেন এবং কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের নেতা মোঃ সোহরাব হোসেন তারা তাদের পরিচয় গোপন করে বর্তমান সরকার দলের খাস লোক বলে নিজেকে পরিচয় দিয়ে সরকার নিষিদ্ধ ঘোষিত ব্যাটারী চালিত অটো-রিক্সা ঢাকা সিটিতে অবৈধভাবে চালানোর জন্য ময়ূর মার্কা  মার্ক/মনোগ্রাম ব্যবহার করে এবং কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের নেতা মোঃ সোহরাব প্রজাপতি মনোগ্রাম/মার্ক  ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত ব্যাটারী চালিত অটো-রিক্সা চালনা সহ অসাদু উপায়ে উক্ত অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত ব্যাটারী চালিত অটো  রিক্সা প্রতি মাসিক ১০০০/= টাকা উৎকোচ আদায় করে অসাদু উপায়ে সরকারের চোখে ধূলি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেছে।  অপরদিকে সরকার দলীয়রা মুখে বুড়া আংগুল দিয়ে আংগুল চুষছে। এরা আসলে কোন দলের কেউ না। হতে পারে না। এরা সুবিধাভোগী ও সুবিধাবাদী দলের সক্রিয় সদস্য !! যখন যে দল সরকার গঠন করে ক্ষমতায় আসে তখন তারা সেই দলের খাস লোক। এটা তাদের স্বভাব-চরিত্র। তারা কোন দলের লোক হতে পারে না। তারা সুবিধাবাদী ও সুবিধাভোগী দলের সক্রিয় সদস্য। তাদের বয়ঃকট করা উচিৎ। এরা আসলে কোন দলের কেউ না। এরা সুবিধাভোগী ও সুবিধাবাদী দলের সক্রিয় সদস্য !! যখন যে দল সরকার গঠন করে তখন তারা সেই দলের লোক। এটা রোধকল্পে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি।

সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই মিস করতে পারেন মুশফিক।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই মিস করতে পারেন মুশফিক।


হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকতে হতে পারে মুশফিকুর রহিমকে।কিন্তু তার আগেই  হ্যামস্ট্রিংয়ের চোট খুব ভালোভাবেই সেরে উঠতে থাকায় আবারও অনুশীলনে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। টাইগারদের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন এমনটাই জানিয়েছেন।
এ প্রসঙ্গে শনিবার ভিল্লাভারায়ন ডেইলি স্টারকে বলেন, ‘মুশফিক ভালো করছে। সে স্ট্রেচিং এবং জগিং করছে। তাকে ভালোই মনে হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক হয় নেপিয়ারে দলের ব্যাটিং সেশনে সে অংশগ্রহণ করতে পারে। আগামীকাল না পারলেও সে পরের দিনের জন্য প্রস্তুত হতে পারে।’
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই মিস করতে পারেন মুশফিক। যেগুলো আগামী ৩ থেকে ৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
টিটোয়েন্টি সিরিজের সময়সূচি :
তারিখ                              ম্যাচ                সময় (বাংলাদেশ)
৩ জানুয়ারি, ২০১৭        প্রথম টি-টোয়েন্টি          দুপুর ১২টা
৬ জানুয়ারি                 দ্বিতীয় টি-টোয়েন্টি         সকাল ৮টা
৮ জানুয়ারি                 তৃতীয় টি-টোয়েন্টি         সকাল ৮টা।

রবিবার, ১ জানুয়ারী, ২০১৭