মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঘটনাটি রাজধানী ঢাকার পূর্ব শেওড়াপাড়ার। চার থেকে পাঁচটি কুকুর নবজাতককে নিয়ে খেলছে। বাকি মানুষ নামধারীরা তা দেখছেন। এরই মধ্যে এক নারী কুকুরের মুখ থেকে কোলে তুলে নিলেন নবজাতককে, যেটি তারই মত আরেক মা ফেলে গেছেন ডাস্টবিনে। ঘটনাটি রাজধানী ঢাকার পূর্ব শেওড়াপাড়ার। মঙ্গলবার বিকেলে স্থানীয় এক নারী নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পুরাতন বিমানবন্দর মাঠে স্থানীয় শিশুরা খেলা করছিল। এ সময় তারা দেখে ডাস্টবিন থেকে চার-পাঁচটি কুকুর কাপড়ে মোড়ানো একটি বস্তু নিয়ে খেলা করছে। কৌতুহলবশত শিশুরা এগিয়ে গিয়ে তাতে এক নবজাতককে দেখতে পায়। এরপর তারা আশেপাশের লোকদের বিষয়টি জানায়। স্থানীয়রাও ছুটে আসেন। কিন্তু সবাই দাঁড়িয়ে নবজাতক নিয়ে কুকুরের খেলা দেখছিল। এরই মধ্যে জাহানারা নামের এক নারী এগিয়ে গিয়ে নবজাতককে নিজের কোলে তুলে নেন। নবজাতকটির অবস্থা আশঙ্কাজনক। এরপর আর দেরি না করে ওই নারী প্রথমে স্থানীয় আরএস হাসপাতালে, পরে আগারগাঁও শিশু হাসপাতাল ঘুরে সবশেষ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি সেখানকার নবজাতক ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন। ঢামেক নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অবেদ হোসেন মোল্লা জানান, কন্যা শিশুটির বয়স এক বা দেড় দিন হবে, ওজন আড়াই কেজি। তার নাক ও ঠোঁটের ওপরের কিছু অংশ নেই। কুকুরের আঘাতে সেখানে ক্ষত হয়েছে। তিনি জানান, শিশুটির বাম হাতের দুই আঙ্গুলও ঝুলে আছে। এছাড়া শরীরেও ক্ষত হয়েছে। চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: