আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ওড়ার জন্য তৈরি ছিল ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিl কিন্তু আবহাওয়া খারাপ থাকায় নির্দিষ্ট সময় থেকে প্রায় ২ ঘণ্টা পরে ছাড়ে বিমানটি l আর তখনই যাত্রীদের চোখে পড়ে ঘটনাটি। দেখা যায় ওড়ার সময় আচমকাই বাজ পড়ে বিমানটিতে। অন্য বিমানে থাকা যাত্রীদের মোবাইলের ক্যামেরায় বন্দী হয় সেই দৃশ্য।
৩৬ সেকেন্ডের ওই ভিডিওটি দেখা যাচ্ছে, বাজ পড়ার সময় বিদ্যুতের ওই রশ্মি প্রায় ১৮ সেকেন্ড স্থায়ী হয়েছিল। যদিও, ওই ঘটনায় যাত্রীদের কারও কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ডেল্টা এয়ারলাইনসের মুখপাত্র মরগ্যান ডুরানট জানিয়েছেন, লাস ভেগাস যাওয়ার জন্য ৭৩৭-৯০০আর-এর বিমানটি আটলান্টা বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল। ওই বিমানটিতে ক্রিউ মেম্বার সহ ১১১ জন যাত্রী ছিলেন l নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পর বিমানটি ছাড়ার সময় ওই ঘটনা ঘটে l দুর্ঘটনা কিছু ঘটেনি l তবুও ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। -
0 comments: