প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এসেছে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান মার্সার ‘কস্ট অব লিভিং’ শিরোনামে এক জরিপে দেখা যায়, প্রবাসী শ্রমিকদের জন্য লুয়ান্ডায় জীবযাত্রার খরচ সবচেয়ে বেশি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, লুয়ান্ডা শহরে এক বেডরুম বিশিষ্ট অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া সাড়ে তিন হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা (১ ডলার ৭৭ টাকা ধরে)। অন্যদিকে এক জোড়া জিনস কিনতে খরচ হচ্ছে ২৪০ ডলার বা সাড়ে ১৮ হাজার টাকার বেশি!
আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, লুয়ান্ডাকে এই স্থানে উঠে আসতে প্যারিস, নিউইয়র্ক এবং লন্ডনের মতো শহরকে পেছনে ফেলতে হয়েছে। তাও আবার পরপর তিনবারের মতো লুয়ান্ডা শীর্ষস্থান ধরে রাখল।
খবরে বলা হয়, অ্যাঙ্গোলার অর্ধেক জিডিপিতে অবদান রাখা তেল শিল্পের কারণেই শহরটি এতোটা ব্যয়বহুল।
বিশ্বের শীর্ষ দশ ব্যয়বহুল শহর:
• লুয়ান্ডা, অ্যাঙ্গোলা
• হং কং, চায়না
• জুরিখ, সুইজারল্যান্ড
• সিঙ্গাপুর, সিঙ্গাপুর
• জেনেভা, সুইজারল্যান্ড
• সাংহাই, চীন
• বেইজিং, চীন
• সিউল, দক্ষিণ কোরিয়া
• বার্ন, সুইজারল্যান্ড
• ন'জামেনার, চাদ
0 comments: