রাজধানীসহ সারাদেশে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে । বুধবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।প্রাথমিক তথ্যে জানা গেছে ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত- মায়ানমার সীমান্তে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার।
প্রাথমিকভাবে অনেকে ভূমিকম্পের মাত্রা ৭.২ বলে জানিয়েছে। তবে এই সম্পর্কে এখনো আবহাওয়া অধিদপ্তর থেকে কোন সঠিক সংবাদ পাওয়া যায়নি। ফেসবুক পেজে সাথে সাথেই ভুমিকম্পন সম্পর্কে সবার কাছে জানতে চাওয়া হলে তাতক্ষনিক ভাবে পাঠকের মন্তব্যে জানা গেছে ধরনের ক্ষতিক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর ইন্টারনেট সংযোগসহ মোবাইল নেটওয়ার্কে সমস্যার কথা জানা গেছে।
এদিকে গত ৫ এপ্রিলও দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
0 comments: