জিকা ভাইরাস মোকাবেলায় ব্রাজিলে সেনা মোতায়েন করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। দেশটির সরকার দুই লাখ বিশ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, সেনা বাহিনীর সদস্যরা জিকা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। এছাড়া এই ভাইরাসে আক্রান্তদের মাঝে মনোবল বৃদ্ধির লক্ষ্যেও কাজ করবে তারা। তবে কারো কারো কাছে মশা নিধনের জন্য সেনা মোতায়েনের বিষয়টা হাস্যকর হয়ে উঠেছে।
এদিকে মশাবাহিত জিকা ভাইরাসে সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে ব্রাজিল। এ দেশটিতেই এই ভাইরাসে আক্রান্ত রোগী চিহ্ণিত করা হয়।
বিশ্ব সাস্থ্য সংস্থা জানিয়েছে, গর্ভবর্তী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
0 comments: