সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

ওমরাহ ভিসা খুলে দিয়েছে সৌদি সরকার

ওমরাহ ভিসা খুলে দিয়েছে সৌদি সরকার। গত নয় মাস ধরে বাংলাদেশীদের জন্য এ ভিসা বন্ধ রেখেছিল সৌদি আরব। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন ওমরাহ ভিসা খুলে দেওয়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১৪ ডিসেম্বর ওমরাহ ভিসা খুলে দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (২০ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তা জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী বছর (২০১৬ সাল) ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে ৭০টি এজেন্সির তালিকা চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়।’
ওমরাহ ভিসার মাধ্যমে হাজার হাজার বাংলাদেশী সৌদি আরবে রয়ে গেছেন, এজন্য এ ভিসা বন্ধ করে দেয় সৌদি আরব। এর পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় ওমরাহ এজেন্সিগুলোর ‍বিরুদ্ধে তদন্ত করে।
গত ১৮ নভেম্বর ওমরাহের নামে মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯৫টি এজেন্সির শাস্তি ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে ৬৯টি এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্তসহ জরিমানা করা হয়েছে। শুধু জরিমানা করা হয়েছে ২৬টি এজেন্সিকে।



SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: