রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

বিশ্বসুন্দরীর মুকুট পেলেন স্পেনের সুন্দরী মারিয়া লালাগুনা রোয়ো।

এবছরের বিশ্বসুন্দরীর মুকুট পেলেন স্পেনের সুন্দরী মারিয়া লালাগুনা রোয়ো। চীনের সানাইয়াতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১১৪ জন তরুনীকে পেছনে ফেলে শিরোপা জিতে নিলেন মারিয়া।
ফার্মাকোলজি নিয়ে স্নাতকের শিক্ষার্থী ২৩ বছর বয়সী মিস ওয়ার্ল্ড লালাগুনা স্পেনের বার্সেলোনার বাসিন্দা। স্প্যানিশ ছাড়াও জানেন আরো তিনটি ভাষা, ইংরেজি, ফ্রেঞ্চ ও মাতৃভাষা কাতালান। স্নাতকোত্তরে পড়াশোনা করতে চান ‘নিউট্রিশন’ নিয়ে।
পেশায় মডেল এই সুন্দরী খেতাব জয়ের পর একটি মন-গলানো বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘আমি বাইরে দেখতে সুন্দর বলে এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই যে আমার ভিতরটা সুন্দর নয়।’’
চূড়ান্ত বাছাই পর্বে প্রতিযোগিদের আলাদাভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁরা কেন মনে করেন যে তাঁরা মিস ওয়র্ল্জ হওয়ার উপযুক্ত।
Miss world 3
এই প্রশ্নের উত্তরে মারিয়া বলেছেন, ‘‘আমার এই খেতাব পাওয়া উচিত কারণ আমি নারীদের চারিত্রিক দৃঢ়তায় বিশ্বাস করি। আমার মনে হয় আমার ভিতরে কিছু একটা আছে আর আমি সব সময় আমার সেরা-টা দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি সৌন্দর্যের একটা উদ্দেশ্য থাকা উচিত আর সেই ঐতিহ্যকেই আমি বহন করে নিয়ে যেতে চাই। পরস্পরকে সাহায্য করার মধ্যে দিয়েই সুখের সন্ধান পাব আমরা।’’
‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা গোড়া থেকেই আলোচনার কেন্দ্রে ছিল৷ সৌন্দর্যের কারণে অবশ্য নয়, জড়িয়ে ছিল রাজনৈতিক কারণ৷ রাজনৈতিক কারণেই কানাডার এক মডেলকে চীন সরকার এই প্রতিযোগিতায় অংশ নিতে দেয়নি৷ ওই মডেল চিনের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে নানা মন্তব্য করেছিলেন বলে অভিযোগ৷ সে নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর৷
এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছেন মিস রাশিয়া সোফিয়া নিকিতোচুক এবং তৃতীয় স্থান পেয়েছে মিস ইন্দোনেশিয়া মারিয়া হারফান্তি৷


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: