সোশ্যাল সাইট ফেসবুকে বন্ধুত্ব হওয়ার পর ফোনালাপ শুরু৷ চড়তে থাকে প্রেমের পারদ৷ এরপর যুবতীর পরিবারের লোকেদের সঙ্গে বিয়ের কথাও সেড়ে ফেলেন যুবক৷ কিন্তু এরপরেই যুবক বুঝতে পারে তার পকেট থেকে কড়কড়ে ২১ লক্ষ টাকা লোপাট হয়ে গিয়েছে৷
নির্যাতিত যুবক দুই যুবতীসহ ছয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে৷ পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে৷ বোড়িয়া এলাকার কমালপুর এলাকার ঘটনা৷
নির্যাতিত যুবক জানিয়েছে, কয়েকমাস আগে ফেসবুকে নিকিতা নামের একটি মেয়ের সঙ্গে আলাপ হয় তার৷ চ্যাটিংয়ের পর দুজনে ফোন নম্বরের আদান প্রদান করেন ও দুজনের প্রেমের সম্পর্ক তৈরি হয়৷ এরপরেই যুবতী নানা ভাবে যুবকের থেকে লাখ টাকা হাতিয়ে নেয়৷ যুবতী বিয়ের কথা বলে নকল পরিবারের সদস্যদের সঙ্গে যুবকের কথা বলায়৷
এছাড়াও যুবকের সঙ্গে দেখা করতে আসার সময় এয়ারপোর্টে ফেঁসে যাওয়ার মিথ্যা কথা বলেও যুবকের থেকে টাকা নেয়৷ এরপরেই নির্ধারিত সময়ে যুবতী নানা আসায় যুবক তাকে ফোন করে৷ কিন্তু যুবতীর ফোন তখন থেকেই বন্ধ৷ যুবতীর অন্য বন্ধুদের ফোনে ফোন করলে তাদের ফোনও বন্ধ পাওয়া যায়৷
এরপরে ফেসবুক থেকেও যুবতীর অ্যাকাউন্ট উধাও হয়ে যায়৷ এরপরেই যুবক বুঝতে পারে তাকে প্রতারণা করা হয়েছে৷ যুবক এরপরেও অভিযুক্তদের মোবাইল নম্বরসহ অন্যান্য নথি থানায় জমা দিয়ে অভিযোগ দায়ের করে৷ পুলিশ সূত্রে জানান হয়েছে, যুবকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷ করা হয়েছে৷
0 comments: