সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

অস্ট্রেলীয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

অস্ট্রেলীয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সোমবার সন্ধ্যা ৬টায় র‌্যাব হেডকোয়ার্টারে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সময় বেনজির আহমেদ বলেন, যে নিরাপত্তার অযুহাতে অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করেছে, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তাদের আশ্বস্ত করা হয়েছে, বাংলাদেশে সফরকালে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। জবাবে তারা বলেছেন, এ বিষয়ে একটি প্রতিবেদন দেবেন প্রতিনিধিদল। সেই প্রতিবেদনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে আসছে কিনা।

এর আগে সোমবার বিকেল সাড়ে চারটায় উত্তরায় অবস্থিত র‌্যাব হেড কোয়ার্টারে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়। তার আগে প্রতিনিধিদল রবিবার ঢাকায় এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এনএসআইয়ের ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে অস্ট্রেলীয় হাইকমিশনে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর সোমবার সকালের দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাস্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সহসভাপতি মাহবুব আনাম, ভারপ্রাপ্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে তাদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর (ডিএফএটি) গত শুক্রবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তারই ফলে বাংলাদেশ সফরের ব্যাপারে আপাতত ‘ধীরে চলার নীতি গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: