শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

বাসচালকের ছেলে সাদিক খান যুক্তরাজ্যের সাবেক ছায়া বিচারমন্ত্রী ও বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয় এলাকার এমপি।

ইভিনিং স্ট্যান্ডার্ড নামে যুক্তরাজ্যের একটি সংবাদপত্র ও ব্রিটিশ লেবার পার্টির ফেইসবুক সূত্রে জানা যায়, এক সময়ের বাসচালকের ছেলে সাদিক খান যুক্তরাজ্যের সাবেক ছায়া বিচারমন্ত্রী ও বর্তমানে লেবার পার্টি থেকে টুটিংয় এলাকার এমপি।
তিনি যুক্তরাজ্যের সাবেক ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী ডেম টেসা জাওয়েলসহ পাঁচ প্রতিদ্বন্দ্বীকে ভোটে হারিয়ে প্রধান বিরোধী দলের মনোনয়ন পেলেন। 
শুক্রবার লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে লেবার পার্টির প্রার্থী বাছাইয়ের পঞ্চম দফায় ৪৮,১৫২ ভোট পেয়েছেন। অর্থাৎ ৫৮.৯ শতাংশ সদস্যের সমর্থন পেয়েছেন সাদিক খান।
তার প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে সাবেক মন্ত্রী জাওয়েল দ্বিতীয় সর্বোচ্চ ৩৩,৫৭৩ ভোট পেয়ে ৪১ দশমিক ১ শতাংশ সদস্যের সমর্থন পেয়েছেন।
এদিকে, ফলাফল ঘোষণা পরপর সাদিক খানকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মন্ত্রী ডেম টেসা জাওয়েলসহ অন্য চার প্রতিদ্বন্দ্বি।
লেবার দলীয় মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পরপর সাদিক খান বলেন, “আজ লন্ডনের এতো অধিবাসী আমার উপর আস্থা রেখেছে,তাই আমি তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আশা রাখছি আমরা একসঙ্গে লন্ডনকে পরিবর্তন করতে পারব।”
লেবার পার্টির মেয়র প্রার্থীদের মাঝে সাদিক খান
ইভিনিং স্ট্যান্ডার্ড জানায়, যুক্তরাজ্যের রাজধানীতে গত আট বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টিকে আবার ক্ষমতায় আনতে লড়বেন তিনি। বর্তমান কনজারভেটিভ পার্টির বরিস জনসন এখানকার মেয়র। ২০১৬ সালের মে মাসে লন্ডনের মেয়র পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত। তবে, এবার প্রার্থী হচ্ছেন না বরিস জনসন। 
এ মাসের শেষদিকেই কনজারভেটিভ পার্টির প্রার্থী ঘোষণার কথা রয়েছে। ক্ষমতাসীন দলের প্রার্থিতার দৌঁড়ে এগিয়ে রয়েছেন জ্যাক গোল্ডস্মিথ ও সৈয়দ কামাল নামে আরেক মুসলিম।


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: