রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিকেলে বৃষ্টি এলেও তারা সেখান থেকে সরে যাননি। এ এলাকায় অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিক্যাল, নর্দার্ন মেডিক্যাল, নর্দার্ন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী নানা ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ‘ভ্যাট দেব না, গুলি কর’ ‘আমার বাবা এটিএম বুথ নয়’ প্রভৃতি শ্লোগান দিচ্ছেন। এদিকে, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ৪০০-৫০০ শিক্ষার্থী এসে ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তারা র্যালি নিয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ধানমন্ডি ২৭ নম্বরে এসে বিক্ষোভ করবেন। রাস্তার ওপর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় যানচলাচলে বিঘ্ন ঘটছে। অবশেষে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিকেলে বৃষ্টি এলেও তারা সেখান থেকে সরে যাননি। এ এলাকায় অবস্থিত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিক্যাল, নর্দার্ন মেডিক্যাল, নর্দার্ন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির শত শত শিক্ষার্থী নানা ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা ‘ভ্যাট দেব না, গুলি কর’ ‘আমার বাবা এটিএম বুথ নয়’ প্রভৃতি শ্লোগান দিচ্ছেন। এদিকে, ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ৪০০-৫০০ শিক্ষার্থী এসে ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তারা র্যালি নিয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ধানমন্ডি ২৭ নম্বরে এসে বিক্ষোভ করবেন। রাস্তার ওপর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকায় যানচলাচলে বিঘ্ন ঘটছে।
0 comments: