শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ এর তালিকায় শ্রেষ্ঠ জুলুমবাজ !!

History speaks !! And say yes !! Been named the world Nimrod, Pharaoh !! Oppress them and their exploitation, oppression and prejudice in their mind or made them lived under the rule of the construction law practice sosanamala !! Where are they?

Just as the world record holder of the world oppressor, oppression, exploitation, oppression and injustice is a gruesome example of rate adjustments on rahingadera Suu Kyi of Myanmar Travel and hyenas attacking record at the top of the list, Suu Kyi herself has described as a kind of a stupid move. Myanmar's Suu Kyi offered oppressors get the best rates in the world !! All the world record in the world of oppression, torture, exploitation, oppression rate adjustments Suu Kyi's list of the world's top attacking the oppressor of the best !! He awards the Nobel Peace holder of the world !!! What if the United Nations World record julumabajakarini Suu Kyi has been awarded for the execution of Tyre loud? The question was conscience of the nation.

ইতিহাস কথা বলে !! হ্যাঁ এবং বলে !! সেই বিশ্ব জুলুম নামধারী নমরূদ, ফেরাউন !! তাদের জুলুম তাদের শোষন, নির্যাতন ও মন গড়া কিংবা নিজেদের তৈরি কুসংস্কার মূলক আইন প্রথা অনুসারে চলত তাদের শাসন নামক শোষনামল !! কোথায় তারা ? আমাদের সকলেরই তা কম বেশি জানা। 

ঠিক তেমনি পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুমবাজ, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি মিয়ানমারের রহিঙ্গাদের উপর এক বিভীষিকাময় জুলুমের দৃষ্টান্ত মূলক বিশ্বরেকর্ড এর তালিকায় সুচি নিজেকে শীর্ষ স্থানের জুলুমবাজ ও হায়েনা হিসাবে নেক্কারজনক পদকে অভিহিত করল। পৃথিবীর শীর্ষ জুলুমবাজদের হার মানিয়ে দিল মিয়ানমারের সুচি !! পৃথিবীর সমস্ত বিশ্ব রেকর্ডধারী জুলুম, নির্যাতন,শোষন, নিপীড়নকে হার মানিয়ে সুচি এখন পৃথিবীর শীর্ষ জুলুমবাজ এর তালিকায় তিনি শ্রেষ্ঠ জুলুমবাজ !! সে কিনা বিশ্ব-শান্তি নোবেল পুরুষ্কার ধারী!!! তাহলে কি জাতিসংঘ বিশ্ব রেকর্ডধারী জুলুমবাজকারিনী সুচিকে জুলুম জোরে সোরে চালানোর জন্যই পুরুস্কৃত করল ? জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল । 


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 comments: